১.
: এই শোন,কালকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে...
: কিসের সারপ্রাইজ ??
: আছে ! আছে ! সময় হলে জানবি।
: আচ্ছা ! কালকে তোর বার্থডে না ??
: হ্যা,তো ?
: তো ,কিছুনা না,এমনি।
: কিছু তো অবশ্যই । বল।
: আচ্ছা,বার্থডে তোর ,আর সারপ্রাইজ দিবি আমাকে।মানে কি ?
: আছে মানে ,সব মানে বুঝতে হয় না। তোর বয়স হয় নাই।
: কি!!!! এত বড় কথা ! আমার বয়স হয় নাই ?আজকে তোর খবর আছে
ব্যাস ...শুরু হয়ে গেল সাগর আর বৃষ্টির মধ্যে ঝগড়া !কেও কারো থেকে কম না ! ঝগড়ার কারণগুলো খুবই সাধারণ!!!! ঝগড়ার পরে ১ ঘণ্টা কথা বলা বন্ধ !!!এটুকুই ।
ভার্সিটির ১ম দিন ,সাগর আর আরেকটা বন্ধু মিলে আড্ডা দিচ্ছে ।বৃষ্টি আসল ।
: মেয়ে টা সুন্দর না ? ...সাগর বলে।
: হ্যা ।সুন্দর ,কিন্তু সুন্দরীদের অহঙ্কার থাকে বেশী।
: কিন্তু আমার কাছে অহঙ্কারী মনে হচ্ছে না
: বুঝছি।সাহস থাকলে গিয়ে কথা বল, নাম্বার জিজ্ঞাস কর...তাইলে বুঝব অহঙ্কারি কিনা
সাগর যায়......
: এই ,তোর নাম্বার টা দে তো !
: তুমি তো বেশ অভদ্র,মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখনাই!!!
: শিখছি বলেই তো বললাম
: তো এই হল শেখার নমুনা ! ক্লাস এর প্রথম দিনে একটা মেয়ে কে 'তুই' করে বলে তার নাম্বার চাওয়া ?
: আমি তোকে সবসময় তুই করে বলব
: কিন্তু আমি কখনই তোমার সাথে কথা বলবনা
২.
সাগর আর বৃষ্টি একসাথে হাঁটছে.........
: আজ তোকে দেখতে একদমই সুন্দর লাগছেনা।
: এত সময় নিয়ে সেজে আসলাম,আর তুই বলিস পচা,কথাই বলবনা তোর সাথে...
: এইটা তুই এই নিয়ে আমাকে কতবার বললি যে কথা বলবিনা ?
: খুব সুযোগ নাওয়া হচ্ছে ???
: আচ্ছা বাদ দে
: ওকে
: জানিস ,আমার খুব বৃষ্টি তে ভিজতে ইচ্ছা করছে, বৃষ্টি পরত যদি!
: ঠাণ্ডা লাগবে যখন,তখন আমার কি হবে ?
: তোর আবার কি হবে?
: কেন ! তখন আমি কাকে নিয়ে ঘুরব...
: আরে পাগলী ঐ বৃষ্টি না ...
: তাহলে?
: থাক......বুঝা লাগবে না !
: আচ্ছা এখন বল,সারপ্রাইজটা কি ??
: কালকে বলব
: এখন বল না !!!
: বললাম তো কালকে বলব .........
: আচ্ছা
৩.
সকাল থেকে বৃষ্টি অধীর আগ্রহে বসে আছে,সাগরের ফোনের জন্য
ফোন দেয় না কেন ?রাতে সে উইশ করছে...বলছিল যে সকালে ফোন দিবে।এখনও খবর নাই।।
: এই,কই তুই ?
: এইতো বাসায়,তোর কলের জন্য বসে ছিলাম।
: তুই তারাতাড়ি রমনাতে আয় তো।
: কেনো?
: কাজ আছে,চলে আয় তাড়াতাড়ি ।
: বল,কি কাজ,এখনই বল
: তুই না......আচ্ছা,তোকে একজনের সাথে পরিচয় করায় দিব ।
: কার সাথে ?
: চিনবিনা,একটা মেয়ে(বৃষ্টি বুঝতে পারল না সাগর কি বলছে...)
: কি হয় তোর?
: আমার পরিচিত।কয়েকদিন আগে পরিচয়,আসলে ওকে পছন্দ করি।বলব বলব করে আজকের দিনটাই ঠিক করলাম।
: তো এখানে আমি কি করব ?
: তুই আমার বন্ধু না ! আমাকে শিখাই দিবি,কিভাবে বলব...
: আচ্ছা আমি রাখলাম......বলে ফোন রেখে দেয় বৃষ্টি।
৪.
সাগর অনেকক্ষণ ধরে দাড়িয়ে আছে...... বৃষ্টি নামলো রিক্সা থেকে,হাতে ফুল...
: হ্যাপি বার্থডে......
: থ্যাংকস
: কই? তোর গার্লফ্রেন্ড কই ?
: আসবে।
: এখানে আসবে?তাহলে তো আমার এখানে থাকা ঠিক হবেনা
: না,এখানে না।বাসায়।। চল বাসায় ,চল
: আমি কেন ?
: তুই যাবি না ! মনে নাই ,আমাকে শিখাবি......
: আচ্ছা চল
রিক্সা নিয়ে বাসায় যায় সাগর
: তুই উপরে যা,আমি আসছি......
: এবার শুরু কর......
: কি ?
: তোকে বারবার এক কথা বলা লাগে,কেমনে বলব...কিভাবে শুরু করব ?
: কি আর করবি! আসার পরে এই টুকটাক কথা বলবি,তারপর হাত ধরবি,ফুল দিয়ে বলবি ,I Love You ( বৃষ্টির মনে হল ,কথাটা যেন সে নিজেই বলেছে !!!)
কলিং বেলের আওয়াজ...
: এসে পরছে
: এত তাড়াতাড়ি যে ?
: জানিনা,আমি তো আরও এক ঘন্টা পরে আসতে বলছিলাম
: আমি কি করব এখন?
: তুই পাশের রুমে যা
: ওকে
৫.
: আসো......
: বাসায় কেও নাই ?
: না,প্রবলেম আছে ?
: না, না ......ঠিক আছে।
: অনেকদিন পর দেখা হল তাই না ?
: হ্যাঁ,এই তো কয়েক মাস
: আসলে তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলব বলব বলে ভাবছি,কিন্তু বলা হচ্ছেনা
: কি,বলো......
: আমি তোমাকে
(বৃষ্টি সব শুনছে...বুঝতে পারছেনা,তার হলটা কি...সে যেন অন্য জগতে চলে গেছে।মুখ খুলতে পারছেনা... চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে ...'সাগর,আমি তোমাকে ভালবাসি।এরকম হচ্ছে কেন?সে কি সাগরকে সত্যি ভালবেসে ফেলেছিল...তাহলে সাগর কে অন্য কারো হতে দিল কেন ?কেন আরও আগে তার এ কথা মনে হল না! কেন সাগর কে বুঝতে দিল না ? কেন ? )
......দরজা খুলে বের হল বৃষ্টি।
: সাগর আমি......
যা দেখল তার জন্য বৃষ্টি প্রস্তুত ছিল না!
রুম এ কেও নাই,সাগর একটা ফুল নিয়ে দাড়িয়ে আছে।।
: ভালবাসি !!!
: কার সাথে কথা বলছিলি এতক্ষন?
: তোর সাথে...
: ফাইজলামি রাখ...বল কার সাথে ?
: আরে আসলেই কেও ছিল না।এগুলা সব বানানো !! কিন্তু তোর না রুমে থাকার কথা ছিল,তুই বের হইলি কেন ?
: জানিনা।
: আমি তোকে ভালবাসি.........
: এই কথাটা বলতে এতদিন লাগে?আরও আগে বললে না কেন?
: এখন তো বললাম...আমি তোকে ভালবাসি
: এখনো 'তুই' করেই বলবি?
: আমি তোকে সবসময় তুই করে বলব ..............................
লিখেছেন-এমরান
onak sundor :)
ReplyDeleteEnter your comment...দারুন
ReplyDelete