Responsive Ads Here

03 January 2012

আজব কথা

ঘুম এবং স্বপ্ন নিয়ে কিছু তথ্য
১) পুরুষ মানুষ তাদের স্বপ্নের ৭০ % সময়েই পুরুষ মানুষকে নিয়ে দেখে। আর মহিলারা তাদের স্বপ্নের ৫০% সময় মহিলাদের নিয়ে স্বপ্ন দেখে আর ৫০% পুরুষদের নিয়ে।

২) আমরা স্বপ্নে শুধু আমাদের অতীতে দেখা মুখগুলো দেখতে পাই।

... ৩) মাত্র ১২ % মানুষ সাদাকালো স্বপ্ন দেখে। এদের সংখ্যা আরও বেশী ছিল কিন্তু রঙ্গিন টিভির প্রভাবে এখন সাদাকালো স্বপ্ন দেখা লোকের সংখ্যা অনেক কমে গেছে।

৪) প্রতি চারজন বিবাহিত দম্পতির মধ্যে একজন দম্পতি আলাদা আলাদা বিছানায় ঘুমায় ।
আপনি যদি উলট পালট স্বপ্ন দেখেন এটা অস্বাভাবিক নয় ।

No comments:

Post a Comment